"ডেসার্ট"


তোমার দরবারে কত ঝড় আসে যায়,
মাটির গভীরে প্রোথিত সত্তার দায়ে তুমি
অবিরাম,  নিশ্চল পাথর হয়ে থাকো।
পাহাড়ের মতো।
পাহাড়ের চেয়ে দুর্লভ,  শ্বেত পাথরের অনাবিষ্কৃত কোনো গুহার মত।
তোমাকে আবিষ্কারের স্বপ্ন দেখা, কতো অকালমৃত পথিকের লাশ ভেসে গেছে গুহার অচেনা নদীর খাতে।
তুমি প্রত্যাখ্যান করেছ পাথরের মর্যাদা রেখে।
অপ্রত্যাশিত ছাড়পত্রে বড় বড় অক্ষরে খোদাই হয়েছে "Have your desert before you die"
খানিক স্পষ্ট, খানিক ভ্রান্ত, সাময়িক অথচ অবধারিত। এসব সময়,
মিষ্টি মুখের বিষাক্ত বিষে শ্বেত পাথরের শিরায় শিরায় রঙিন আভা জাগে।
অকালমৃত পথিকের স্বপ্ন ঝুলন্ত বাদুড় হয়ে আশ্রয় নেয় গোপন গুহায়।
তোমার দরবারে এমনি কত স্বপ্ন আসে যায়।
যদি অভিধানে স্বপ্নের আর এক নাম ঝড় হতো, আমার একথা পাহাড়ের গায়ে খোদাই করে রাখতেম নিশ্চয়!