তখন আমি সিংহ গুহায়,
             পিছনে বাঘ মামা


আকাশ থেকে উঠল ডেকে,
              হঠাৎই চাঁদ মামা


দমকা হাওয়ায় ঘরের দাওয়ায়
               নিভল প্রদীপখানি


চাঁদমালাটা উড়েই গেল
                ভাঙল ফুলদানি।


বেল জুঁইয়ের কণা যেই মিশল নিঃশ্বাসে
ঘুম ভাঙল,ছেদ পড়ল আমার স্বপ্ন দেশে।


রাএি তখন গভীর কালো
               অনেক দূরে ভোরের আলো
তাই তো ঘুমে ঢুলে
                দেখি স্বপ্ন জালে


শিঙির পিঠে চড়ছি আমি
               বোয়াল আমার মাঝি।
আর দেখি ওই খেজুর কাঁটায়
                দুই হনুমান নাচছে মজায়
পড়ছে খেজুর টুপটুপাটুপ
                 ভরছে আমার সাজি।


সেদিন তো ওই বটের কোলে
         টাবলু আমি ঝুরির দোলে
আকাশ ছুঁয়ে এলাম।


বরফি দেশের স্লেজ গাড়িতে
            দক্ষিণ মেরুর হিমের মাঠে
বীজ ছড়িয়ে এলাম।


একদিন তো রবিঠাকুর এলেন আমার ঘরে
বলেন কিনা বাগদি বুড়ির চুপড়ি গেছে ভরে
কেয়া পাতার নৌকো সবই আটকে দিঘির জলে।


জানো সেদিন, প্রাণের ভয়ে সাঁতরে ছিলাম বেশ
যখন দেখি আমায় ঘিরে কেউটে সাপের দেশ।


মায়ের কাছে গোপন এটাই
              বলতেই ভয় করে
বাকি সব স্বপ্ন কথাই
              মা নিয়েছে জেনে  ।।