সংসারের চল্লিশ কোটি সুখ দুঃখের ভিতর দাঁড়িয়ে
একদিন তুমি বললে ,
"হিমালয়ে যাব ।
বরফের চোখে চোখ রেখে এভারেস্টে চড়ব। "
আমি ভাবলুম বাতের ব্যাথাটা কমে মাথার ব্যামোটা বেড়েছে তোমার।
"আমি বলি, আচ্ছা আন্দিজে বরফ পড়ে ?
নাহ্ , বরফের পর্বতে অনেকেই ওঠে
চলো না আগুন পর্বতে উঠি।
আগ্নেয়গিরি ।
দুমদাম ফাটছে, এদিক ওদিক চতুর্দিকে লাভা ছিটকে পড়ছে ।
রক্তাভ আগুন বাতাসের কলঙ্কে মলিন। "


তুমি প্রসঙ্গ পাল্টানোর চেষ্টা না করে বলো ,
"বয়সে চুল পাকে , বুদ্ধি পাকে না ?
শোনো,
চেরি বরফের গোল্লা পাকিয়ে খেলা, উফ্ !সেকি মজা সিনেমায় দেখনি?
আগুন নিয়ে কে খেলে?
হঠাৎ চোখে চোখ পাকিয়ে বলি
" বয়সে চুল পাকে , চোখ পাকে না ?
ধবধবে সাদা ভয়ঙ্কর ভূতের মতো দুই খানি চোখ ;
ভাগ্যিস! চোখ পাকে না " ।


লাল-সাদা -কালোর এই পৃথিবীতে
দুইজোড়া আলাপ সাগরের পাড় বেয়ে চলেছে
বরফের গা ঘেঁষে ঘেঁষে আগ্নেয় গিরির পথে।