এই তো বেশ ভালোই আছি
দুবেলা খাচ্ছি পেট পুরে পুরে
মাছির পিঠে মাছ চড়িয়ে
ময়দায় হাঁড়ি তিন পাক করে।


গোলগাল লুচি স্বপ্নে মানা
টেরে বেঁকে যায় সাধ্য মতো
হিতে বিপরীত হতে দিই নাকি
তেলে জল ঢালা মজার কত ।


মাঝে মাঝে ভাজি ঢ্যাঁড়স তাতে
চার খানা দিই আলু
গোল গোল গোল শাবু দানা বেটে
সাদা করে ফেলি তালু।


তাহলেই বলো রান্নায় আমি
একেবারে কচি কাঁচা ?
আমি তো খাচ্ছি ,খাই দাই করে
দুহাত তুলে নাচা ।


ভুল কি তাতে? যখনই দেখ
আমাকেই খালি দোষো!
হাই তুলে তুলে কাজ নেই নাকি?
খাবে যদি খেতে এসো।