লেবু ফুলের বাতাস আসছে;
সমুদ্র এখনও উত্তাল,
সে যেন নীরবের গতি রুদ্ধ করে স্বপ্নের অঙ্গুরী থেকে হিরের কণাটিকে নিয়ে গেল বয়ে।
যে ঝড় হয়েছে শেষ,ভোরের আগেই
ঝরেছে হাজার পাতা,তার 'পরে কেউ
রচিল স্বর্গ গালিচা,কেউ হল সমাধিস্থ।
সাজ- পোশাকের মতো বদলাচ্ছে সম্পর্ক;
জগৎটা হচ্ছে ছোটো , পরমাণুর অসীমতায়।
আঙুলের রেখা দিক বাতলে দিয়েছিল শীতের ভোরে শুকতারাটির মতো।
দিকদর্শিতা কাজে আসেনি তারপর একবারও,মুক্ত হওয়ার দিনেও নয়।
সমুদ্রের নোনা জল নদীতে ঢুকেছিল জোয়ারে
হল না নোনা নদী,থামল না সে;
এই তো তার সার্থকতা।
প্রবহমানতায়,অসীমের অন্ধকার থেকে অসীমের আলোতে শুধু সময়ের ভূমি আবিষ্কার করে চলে;
সমতলের খোঁজ আজ চারদিকে  ।।