একটা সত্যি গল্পের খোঁজে,
যদি হেঁটে যাই অনিয়মের পথে
বেনামি স্ট্রিট,ল্যাম্পপোস্টের আলো গেছে নিভে।
দু-একটি বাড়ি,বট অশ্বথ্বের দাপটে ভগ্নপ্রায়
চিলেকোঠার পায়রাগুলো উড়ে গেছে দূরে।
যদি রাত্রির সুবাস আসে ভেসে,
বাদুড়ঝোলা খিড়কিগুলো কেঁপে।
সন্ত্রস্থ!
মিনিট পাঁচেক পরে,কারা যেন দরজা খোলে
জ্যোৎস্নার নীল আলোয়, ভরে ওঠে স্ট্রিট
নগরের পদশব্দে।
সুদীর্ঘ জীবনের কলরব, ওদের যাত্রাপালার গানে
ওরা কেউ দেখে না আমায়,আমি দেখি।
শীতের রাতে ল্যাম্পপোস্টের নীচে দাঁড়িয়ে দেখি ওদের চলাফেরা।
ব্যস্ত সময়ের ক্ষণে,তাকায় না কেউ কারো পানে বয়ে যায়।
ভোররাতে ক্লান্তি আসে,নিশাচরেরা ফিরে চলে ঘরে......


যদি শিশিরের স্রোতে পদচিহ্ন যায় মুছে,
আমার গল্পটাও কি হয়ে যায় মিছে?