বিরক্ত, শব্দটার মধ্যেই লুকিয়ে ছিলো তোমার কথা,
তুমি বলে দিয়েছিলে, তোমার শরীরের প্রতিটি রক্তবিন্দু জল হয়ে গেছে।
দু এক ফোঁটা আতরের উর্বসী মায়ায়
তুমি মোহিত হয়েছ,
তবু সে আতর আমি মাখতে পারিনি।
সৌন্দর্য্যের যে সংজ্ঞা তুমি দিয়েছ তার উদাহরণ আমি হতে পারিনি।
তুমি বল কয়লার খনিতেই হীরে জন্মে
আমি বলি হীরের খনিতে কয়লা
স্বচ্ছ ছিল মন হীরের মতো
প্রলেপ লেগে হল কয়লা,
সামাজিকত্বের তকমা দেওয়া একাকীত্বে তুমি ডুবছ দিনে দিনে
তাকিয়ে দেখো একটিবার
গাছের শাখা নুইয়ে পড়েছে মাটিতে,
মরা নদীর ঘাটের পাশে 'একটি' শাপলা ফুটেছে,
ফিকে হাওয়ায় ভাসছে শালিখ টিয়ার ডাক।
একবার ওই আকাশের রংকে ভালোবেসে দেখো
তুমি বিরক্ত হবে না কোনোদিন।
শীতের শিশির ঠোঁটে মেখে দেখো,
দেখো,মরা নদীটিকে শাপলা দিঘি বানি়য়ে
ঐ নুইয়ে পড়া শাখায় একটি বাসা সাজিয়ে
শিউলি বকুলের আতর মেখে দেখো,
এমন মুহুর্তকে যতন করে দেখো
তুমি বিরক্ত হবে না কোনোদিন।