এখানে ভয়, নয় প্রশ্রয়।
আঁধারের সন্দিগ্ধ চোখ বালুকা রাশির তটে চুপচাপ অপেক্ষায়
তবু বাঁশি বাজছে নব দ্বীপে?
কলুষিত গঙ্গার স্রোতে পবিত্রতার অঙ্গীকার!
সব পারতে মেনে নিতে, তুমিও পারতে
একটি যন্ত্রণার শিরা উপশিরাতে তিলে তিলে নিঃশেষ হওয়ার গ্লানি
সাদরে গ্রহণ করতে।
ভাগ্যের চরণে অঞ্জলি ঢেলে দিতে, ফুরাত সময়।
স্বর্গোদ্যানের সুনয়ন চিত্রস্বপ্ন গড়ে
মুছে দিতে স্মৃতি।
অবক্ষয়ের শেষ চিহ্নে এঁকে নিতে হোমের টিকা।


তবু কিছুই হোলোনা
এসব তুমি কিছুই পারনি।
দিন দিন শুকিয়ে যাওয়া,  কষ্টের তাড়নায়
চোখ মেললেই ধূ ধূ চারপাশ
যেন একা মরুভূমি, প্রাণ নেই।
তবু মাটির কাছাকাছি মাটির গন্ধে বুঁদ হয়ে কতটুকু সুখ পাও ?
ভালবাসবে বলে, শেষে ভালবাসা চাও ?
পৃথিবী যে তার অন্য সংজ্ঞা জানে,
অন্যকিছু মানে।
তুমি কেন ঈশ্বর মানোনি?  কিরণময়ী......