একদিন ঘর অন্ধকার ছিল
চাঁদের আলো স্পষ্ট দেখেছি মেঝেতে
গাছের ঝিরি ঝিরি পাতা দোল খাচ্ছিল বেশ।
ভালোবেসেছি।
কিছু পরে আলোকিত ঘর।
রাগ হলো চাঁদটার ওপর
কোথা চলে গেছে,
এত অহংকার! আন্ধারে ছিল পাশে ,
এখন আর নেই?
সম্মান বুঝি ভারি পেল সে আমাকে অসম্মান করে
দয়া দিল বুঝি!
দান দিল ভিক্ষা?
বড়ো তার মন?
চাই না তার আলো
এই আমি বিদ্যুতে ঝলোমলো।


চাঁদ হেসে ভাবে, তাকে নিয়ে কেন এত দ্বিধা!
যে চাইলেও দূরে নয়
পারেনা দূরে যেতে
সে তো থাকে সেখানেই, যেখানে যেমন ছিল।