"বাসা বোনে টুনটুনে"


টুনটুনি ও টুনটুনি
এই টুক
তোর দেহ
কোথায়
রাখিস এত স্নেহ!


মা হওয়া কি চাট্টি কথা!
তবু
একটুখানি থ' হ;
ব্যস্ত ভারি টুনি মণি
ভারি খাসা হচ্ছে যে তোর বাসার বিনুনি।


আয় না টুনি
চুপিসাড়ে
বল না আমায় কলা
কেমন করে সেলাই বাঁধিস
নিই শিখে এবেলা।


টুনটুনি ও টুনিটুনি
আবার কোথায় ছুটিস ?
রইল আমার চুলের ফিতা
বাঁধতে ঘর
অন্তত
একটা সুতো এর থেকে নিস।