"উল্টে বকা"


এই ভোম্বোল ডাব পেড়ে দে তোকেও একটা দেব,
"এত্ত বড় লম্বা গাছ পড়েই মরে যাব।"
এই ভোম্বোল কুল পেড়ে দে তোকেও আচার দেব,
"ওরে বাবা কত কাঁটা বিঁধেই বেঁহুশ হবো।"
এই ভোম্বোল সাঁতার কাটবি ? দাসপুকুরে চল,
"ওরে বাবা ডুবেই যাব থই থই করা জল।"
এই ভোম্বোল টিয়া পুষবি ? আমার দুটো আছে,
"না না বাবা বড্ড খ্যাটন,অনেক যতন লাগে।"
এই ভোম্বোল ছড়া শিখবি? ঠাকুরদাদা জানে,
"ধুর ধুর সব ভুলেই যাই কিছ্ছু থাকে না মনে।"
তুই ভোম্বোল ঘুমো খালি বালিশ মাথায় দিয়ে,
"তুই কী জানিস, ঘুমের কী গুণ, পুঁচকি একটা মেয়ে!"


**কবিতা আসরের সকল কবি পাঠক বন্ধুকে রাখী বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা।