" হে হে হেত্তা"



হে হে হেত্তা
ও বাড়ির কত্তা
রোদে বসে খাচ্ছেন
বেগুনের ভর্তা।
পিঠে তেল চকচক
ভারি ঝিকঝিক
পটকে টা দেখে নিল
আড়ালেতে ঠিক।
দুষ্টুমি দুষ্টুমি
ভরে দুটি চোখে
সুড়সুড়ি দিল পিঠে
ঘাড়ে আর টাকে।
মাছি ভেবে কত্তা
যত কোঁচা ঝাপটায়
পটকের তত মজা
হেসে হেসে লটকায়।
এমনিতে রাগি ভারি
তবু হাসি দেখে তার
কত্তাও হেসে খুন
পেটে খিল ধরবার।
হাসি শেষে থেমে বলে
যাবি নাকি পটকে?
হেঁসেলেতে দিদা তোর
দিয়ে আসি কটকে।
দুষ্টুমি ছোঁয়াচে
বলে শোনো,কত্তা
দুইজনে চোখ টিপে
হে হে হেত্তা।