"হেত্তা"



যা চলে যা রাত দুপুরে
দিনের কী কাজ নাই ?
এখন আমার খই ফোটানোর
সময় এলো তাই ।


উল্টোপাল্টা বাকুম বুকুম
জমিদারের ধূলো
প্যাঙ-প্যাঙানো হাট্টিমাটিম
গাইছে কেন হুলো?


জল ছলছল দিঘির ঘাটে
কিসের আনাগোনা ?
লাগ্ ভেলকি যা উড়ে যা
পক্ষীরাজের ছানা ।


ঠনঠনে টিন, টিনের চালে
তেঁতুল ফেলে কে?
এই হনুমান দেখবি মজা
ভাঙলে টিনের ছে!


লাউ গড়্ গড়্  যাচ্ছ কোথায় ?
গরম দুপুর বেলা
নে পিয়ালী, এখন তোর
খই ফোটানোর পালা ।



😆😆😆