"দিদিমার ছেলেবেলা"


চল, বাবাজি
হাড্ডি ভাজি
গরম গরম রোদে,
উল্টাবি ঠিক
পাল্টাবি ঠিক
রোদ নিভলে ? ফুঁ' দে !
লবণ দিবি
টবণ দিবি,
দিবি কাঠের গুঁড়ো,
আর কি লাগে?
আমি কি জানি !
জানে কেবল বুড়ো ।
সে মরেছে
বছর গেল
এখনো মা'য় বলে;
হাড়-মাস নাকি
ভাজা ভাজা করি
ভাবি, কবে? কোন কালে?
সন্ধ্যা সকাল
শুনে শুনে তাই
কান টি গেল পেকে
কে বোঝাবে
হাড্ডি তো নয় ..
খেয়েছি আমি
তেঁতুল-লঙ্কা মেখে !!


😋😋