"আড়ি আড়ি"


সাদা শার্ট নীল কোর্ট, পরা মাছরাঙা
টুপটাপ হাঁটুজলে বেগে ছোঁ মারা
লম্বা সে ঠোঁট তার
খয়েরি মাফলার
সুন্দর অতি রঙে ভরা ।
জলপাড়ে ছিল এক ফলগাছ
উড়ে এসে বসত সকাল সাঁঝ
কত কথা বলত সে
মনখুলে ভালোবেসে
রূপে স্বরে আনকোরা,সে লুঠেরা রাজ।
একদিন কুঁড়ি মেলা ভোর ভোর রাতে
আসলো সে শেষবার বিদায়টি নিতে
উড়ে গেল বউ নিয়ে
আমাকে যে ফাঁকি দিয়ে
(সখা সে খুব পাজি
ছেড়ে দেব ছুঁচোবাজি)
আড়ি আড়ি আড়ি, আজ আড়ি তার সাথে।