দিচ্ছে ভাষণ এমন যেন
গাছগুলো সব আমাজনের মানুষ গিয়ে পুঁতেছে
কলসি করে নদীর জল মেঘের মধ্যে ঢেলেছে।


আমরা মানুষ বোধের ফানুস গড়গড়িয়ে জানছি সকল
কাটি মোটে একটা ,দুটো আহা! সবটা তো নয় জবরদখল।


দিচ্ছে ভাষণ এমন যেন
মালিক মালিক ভাবটা এবার গগনচুম্বী হবে
বৃক্ষরোপণের একটাই মানে গাঁদার চারা টবে! (ব্যঙ্গ)


গাছ মানুষের ধার ধারে না, প্রত্নতাত্ত্বিক গূঢ়তত্ত্ব
তাই বলিকি গাছ কেটো না ,প্রাণ মেরো না স্বীকার করো দাসত্ব।