পিন্ডি শেষে দিয়েই দিলে;
"উদোর পিন্ডি বুদোর ঘাড়ে"
যেন কৃতার্থ করলে আমায়, উদোকেও, বুদোকেও।
উল্টে পাল্টে, গোল হয়ে গেল
গোল হয়ে গেল চৌকো
চৌকো হল ত্রিভূজ, ত্রিভূজ হলো বিন্দু
বিন্দু গেল রসাতলে;
তুমি তোমার খেয়ালে
পিন্ডি দেওয়ার খোশমেজাজে
ভাবছ, ভারি তোমার কম্ম
আর কী থাকে মান্য?
সবই তো হল;----
আমি বড় বেরসিক, বলি,
"চোখ থাকতেও অন্ধ?
কান থাকতেও কালা?"
তুমি চুপ!
বলি," বুঝতে পার নাকি! ভুল হয়েছে বড়;"
তুমি তোমার খোশমেজাজেই এদিক ওদিক নড়ো!
আমি বলি, "হচ্ছে টা কী? পিন্ডি যাবে বৃথা!"
তুমি বললে, "লাফাও কেন, হুলোর মতো হেথা?"