ছুটে যাই নাই
বুঝে পাই নাই
তোমার মনের ভাষা।
কথিত সকলি,
হয়ে গেছে বলা
হরফে হরফে খাসা।
কালে কালে কালে
সেসব কথায়
বয়ে গেছে নদী জল,
আজ খোয়া নদী
চোরাবালি তলে
ডুবছে অনর্গল।
প্রতি দিনে দিনে
ক্ষণে ক্ষণে যেন
বলা চাই শত শত,
কাহিনি, গপ্পো
ইতি উতি কথা
অবিরাম অবিরত।
বলছ, বলো হে
ভালোই করেছ
কয়জনে তা করে!
আমাকে শুনাও,
আমার আমি যে
সূচনার আগেই মরে।
সবই বুঝি ঠিক ?
তবে ভাবি কেন
আমার গপ্পে ভুল?
জানোনি কিছুই
মন দিয়ে তুমি-
ওটাই তোমার রুল?
খোঁজ নিয়ে দেখি
আমি একা নয়
সবার গপ্পে ভুল!
কলমের ঘাতে
প্রতি নদীখাতে
আবেগে মরেছে ফুল।