অবেলায় যেয়ো না গো,
দেখো মেঘ এসে বলে গেল
গত পরশুর মতো বৃষ্টি আসবে এখনি,
আলুভাতে ভাত তেল দিয়ে মাখা আছে পড়ে
শুনছ, ঝড়ের শব্দ শুনতে পাওনি বুঝি,
আমি দরজা জানালা বন্ধ করে দিয়েছি ,
কেউ ডাকছেনা তোমায়।
অবেলায় যেয়ো না গো,
বজ্র আমায পুড়িয়ে যাচ্ছে তুমি দেখতে পাচ্ছ না,
কি হল,চোখ খোলো !
নদীতে ঢেউ উঠেছে,সূর্যে গ্রহণ লেগেছে,
তোলপাড় হয়ে যাচ্ছে সব
আর তুমি যাবার কথা ভাবছ,
খবরদার,চোখ খোলো বলছি,
লক্ষ্মীটি একবার তাকাও ,
সব থেমে যাবে,
এই ঘর ভেসে যাবে আলোর বন্যায়,
যেয়ো না বলছি,এই দেখো আমার হাত দুটো
ঠান্ডা হয়ে গেছে,
আমার ভয় করছে,
কি হলো ওঠো, প্রদীপটা নিয়ে এসো
মেঝে জলে ভরে যাচ্ছে,
চৌকাঠ পেরিয়ে এল নদীর কুল
তুমি উঠে এখনি সব না থামালে
চিরতরে ডুবে যাবে আঁধারের জলে।
অবেলায় যেয়ো না গো ,দাঁড়াও
একটিবার দাঁড়াও ...