যতই বলিনা রাতের জোনাকি দেখেছি আমিও,
চাঁদ ছিল ওই একটু দূরে আকাশে
জানলা দিয়ে তার খানিক আলো পড়েছে মেঝের ওপর ।
সেই সময়ে একটি দুটি জোনাক এসে জ্বলল নিভল
নিজের মনে নিজের সুরে কি সব কথা বলল
আমি মুগ্ধ হয়ে দেখলাম তাদের জ্বলা নেভা।


একদিন সেই সন্ধ্যা বেলা হঠাত খবর পেলাম তোমার সাথে ঝগড়া আমার ভারি
ভীষণ রাগে পেরিয়ে বাগান যেই না ঘাসের বনে
চোখ ফেলেছি
দেখি শত শত আলোর জোনাক  
কী অপরূপ, সুন্দর
একটা থেকে আরেকটা।
যেন তারার আকাশ সেদিন হঠাৎ সবুজ ঘাসের কোলে
কী এক সুখে আপনি এসে উঠেছিল দুলে ।
দলছুট এক দুটি জোনাক উড়েছিল দূরে।


তারপরেতে সন্ধ্যে হলেই সেইখানেতে যাই
তোমার সাথে ঝগড়া আমার বলবো নাতো তাই ।