অমানিশা,
স্মৃতির তুষার কিছু
কিছু অনুদিত সুর
শেষ দেখা লক্ষ্মীপেঁচার কালো হয়ে যাওয়া ডানার পালক
আর শীতবৃষ্টির থেকে চুরি করা
কেলাস জল...
মুছে গেছে ছিল যত ভয়
বিস্ময়ে,খুঁজেছি আশ্রয়;
আজ তুমি মেলে দিলে আঁচল,
কোথায় আমি আঁকি কি যে
কল্পনা সব যায় মিলিয়ে!
ভাঙা ছন্দের নীড়ে
জন্ম তোমার,জন্ম আমার
শতবার
পূর্ণিমালোকে
শবরী,আবার সাজিও
প্রেমিক এ মন
বসন্তে.....