মাটির সাথে যোগসাজসে গড়েছিলে
একটা ছোট্ট বাগান,বনফুলের
নাম দিয়েছিলে অনামিকা।
দুরন্ত সে সব গাছের গতি
স্তব্ধ হতে দাওনি কোনোদিন,আমাকেও।
প্রাণের আতর ঢালা
সেই অনামি পাপড়ি মেলায়
কাঙাল হৃদয় ছুটেছে বারংবার।
অগোছালো চিত্রপটে
সকাল -সন্ধ্যে দুপুর রাতে
এত ছবি............
অদেখা রয়ে যেত
যদি তোমার অনামিকা না থাকত।