কৃষ্ণপক্ষ রাতের মতো তোমার কালো চোখ দুটিতে হারিয়ে যেতাম
তুমি গল্প বলতে,আনমনা হয়ে
"মেঘ কালো ঈশান পাহাড়
গরগরিয়ে উঠল কেঁপে,
বৃষ্টিধারা নামল মাটিতে
এক-দুই-সহস্র ধারায়
যেন আকাশ কাঁদছে মাটির জন্য..."
...একদিন রোদ উঠল গনগনে,ধূসর হয়ে এল প্রান্তর
মরিচীকা ডেকে নিয়ে গেল ভুলের ঘরে।
বসন্ত এল,তোমা থেকে বহুদূরে
পালিয়ে গেলাম রঙিন চিঠির খোঁজে,
সব আলাপন হলো শেষ।
গল্পগুলো তল হারাল ,তোমার ঠোঁটের পরশ
ভেসে গেল নৌকাবিহীন,
আমিও ভেসে গেলাম অজানার মাঝে।