বাউন্ডুলে শহরটাকে ভালবাসতে পারিনি কোনোদিন
ইঁট ,পাথরের মাঝে শুকিয়ে যাওয়া গাছগুলো
বিদ্রুপ করে হেসেছে যতবার
ততবার পালিয়ে এসেছি তোমার কাছে।
এই ছোট্ট গলিটার মধ্যে একটিও
কৃষ্ণচূড়া নেই,পলাশ নেই,কদম নেই,
তবুও মনে হয়েছে যেন ফুলের গালিচায় শয়ন করে আছে পৃথিবী।
বৈভবের দুয়ার পিছনে ফেলে
তোমার সাদামাটা দরজায় এসে দাঁড়াতাম,
তোমার ক্যানভাসে মুখ লুকোতাম।
এত সাদা কালো পৃথিবীও কত রঙিন হতে পারে জানতাম না ,
যদি না তোমায় দেখতাম।