নিশ্চিত জেনেছি যেদিন
সে আসবে ; অকালেই,
সব আলো নিভিয়ে অন্ধকারে বসেছিলাম।
সেদিনই প্রথম প্রকৃতিকে দেখি।
একঘোর ...ভারি বিষাদের ভেতরে বলেই হয়তো দেখেছিলাম।
আর কোনোদিন তো তেমন করে দেখিনি
ইন্দ্রিয় তেমন সচল হয়ে জাগেনি।
সেদিন জেগেছিল-
তার প্রতিটি রূপ রস গন্ধে স্পর্শে
যেন সেই শেষ বেলা
কপট অনাদরে আড়ালে লুকোনো মায়ের স্নেহ
হঠাৎ করে প্রকাশিত যেন।
সেই ভোর আদুরে বার্তালাপে তারপর কতকাল নিরপেক্ষ প্রেম একটু একটু করে আকাশ ছুঁয়েছে ,
তার প্রতিটি শাখা প্রশাখা তরজমা করেছে জীবনের।
আর সেদিনের মত বিষাদ
আর কখনও স্পর্শ করেনি আমার জীবন আলেখ্য তে।