গড়তে গেলে ভাঙতে হবে
ভাঙতে গেলে বুঝতে হবে
বুঝতে গেলে কাঁদতে হবে
কাঁদতে গেলে মনকে চাই
মন পাখি আর খাঁচায় নাই ,
সবার কথায় মুক্তি দিলি তারে?
আর কে থাকে খালি আঁধার ঘরে।
অবুঝ কান্না বৃথাই ঝরে পড়ে।
দিন পালাল, রাতের বেলা হবে
তারার দেশে আলোর মেলা হবে
তখন যদি মনকে খুঁজে মেলে
সিঁধ পাহাড়ের ঝোড়ো বটের কোলে
অনেক ঝড়েও সজাগ থাকিস মেয়ে
আশার প্রদীপ দুহাত জুড়ে নিয়ে,
নাকচ করে লোকের কথা ভুলে
মনকে গাঁথিস বকুল ফুলের মালে,
রাখিস তাকে যত্নে বুকে তুলে।