ও মাঝি রে তোর নৌকা বয়ে যায়
জোয়ার জলে কষ্ট কি বাওয়ায়?
দাঁড় তুলে নে ,পালের বাঁধন খোল
দেখ রে হাওয়া নাওয়ের অনুকূল।
ও মাঝি রে তোর সুরকে দে না গান
ঘাটের পথিক একলা বসে, উদাস নিয়ে প্রাণ।
দুঃখে, সুখে, অনিশ্চয়ে জীবন ভাটিয়ালি
এই চলা এই থামা যেন দুই হাত এক তালি।
ও মাঝি রে একদিন আমায় নিয়ে চল
দেখতে বড় সাধ জাগে মোর দিগন্তের ওই জল।
অভাব ঘরের একতাড়া ফুল দিলাম নদীর বুকে
তোর সাথে আজ ভাসব বলে রাজকন্যার সুখে।