সে আমাকে ভুল বোঝেনি কখনও
যে কটা ছবি আঁকা আছে তার মনে আমার নামে,
তাতে কালো রং মিশিয়ে দিতে চেয়েছি কতবার
বিপ্রতীপ কোণায় কোণায় মেঘরং ঢেলেছি ঘোর বরষার
যাতে সব ধুয়ে মুছে যায়,যাবার বেলায়
স্মৃতি, চাওয়া পাওয়া
ঢেউয়ের মতন
তীর হারা বণিকের চোরা দুঃখের মতন
যেন নতুন দেশের খবর পেলে-


সব হারিয়ে যাক... ছু মন্তরে


কে যেন কবে শিখিয়েছিল
ঘৃণা জাগিয়ে দিও
স্মরণ নিও অবহেলায়


সুযোগ পায় না অনেকেই,
যদি মেলে, মন্দ কী ?


হাসিটা সংগোপনে ...


ঠিক যেন এমন
উল্টে দেবে, পাল্টে দেবে
ভুল বুঝে ভুলে ভরে ভরে,
অভিমান আর থাকবে না চাপা
স্বাভিমানে ফিরবে না মুখ।


তখন একটু হাসি সংগোপনে
যেন হারার মাঝেও জয়
ভাবি, যুদ্ধের কত সংজ্ঞা হয়!


আর সে যদি তাকায় ফিরে ফিরে
আমায় হারিয়ে, মিলায় হাসি


জানি রাগে, অভিমানে এক যুগ কাটিয়ে
দেওয়া যায় অনায়াসে
কিন্তু আশায়, ভালবাসা‌য় কান্না বুকে নিয়ে .....?