করতে আমি পারি কি
করার আমার আছে কি
চোখ দিয়েছি তবু তুমি কিছুই দেখ না।


একখান চোখ আমার গেলো
তোমার আঁধার আমার হলো
আমার আলো তবু কেন তোমার হলো না?


ঘটে তোমার কিছ্ছুটি নাই
হাতড়ে জমিন চলাই চাই
খানা খন্দ তবু তোমার মাথায় ঢোকে না!


এক পা চালে আছাড় খাও
আছাড় খেয়ে শান্তি পাও
হাড় মজ্জা ভাঙছে তাও চোখে দেখ না!


গালমন্দ খেতে খেতে
একদিন তাই আমায় ডেকে
বললে কি যে ফিসফিসিয়ে বোঝা গেল না।


শুনি তুমি বলছ ,"ভাই
মরলেও তো চোখ বোজাই
কষ্ট করে সারাজীবন তাকিয়ে থেকো না। "


তোমার কান্ড তোমার জ্ঞান
জলে আমার চক্ষুদান
তুমি অন্ধ জেনেও তুমি নিতে ছাড়লে না!!!


এখন আমি কোথায় যাই
চোখের কাছে মুখ দেখাই,
অন্ধ করে তাকে যে স্থির থাকতে পারি না।


যদি বলি ফেরাও সব
দৃষ্টি সৃষ্টি অনুভব
তুমি আমায় পাগল বলতে একটু ছাড়ো না।


আবার গালি দিচ্ছি তাই
সঙ্গে সঙ্গে দেখে যাই


পেটে ভাত বিদ্যে পিঠে
বিশ্বাস গাঁটে গাঁটে
শেষ কথা নয় বটে


রক্ত চলাচল স্বেচ্ছায় ওঠে, স্বেচ্ছায় নামে, স্বেচ্ছায় মাথা কুটে।