রাত বাড়ছে
মাছ গুলো সব চাঁদের আলো
মাখবে বলে ভাসছে ।
কোথায় কোন গাছের ডালে
বাদুড় আছে ঝুলে
একলা পেঁচা সব দেখে যায়
জগত জীবন ভুলে ।
হঠাৎ করেই ভাবে
এই পৃথিবী কত বড়?
ঠিক ঠিক ঠিক বলতে পারো?
তার ভিতরে কজন মানুষ?
মানুষ আছে কজন?
গল্পটা ঠিক  ঘোলাটে নয়
শুধু রাত্রি টা নির্জন.......



ক্রমশ    .   .  .............


পেঁচালাপ বলে দুনিয়ায় কোন কথা হয়না, মনেহয়। আমি অবিশ্যি লিখেছি পেঁচা + আলাপ থেকে। আপনারা পেঁচা + প্রলাপ ও বলতে পারেন।