এই কয়েকটা বছর ,
আবার আমি লিখতে বসেছি সময় হাতে করে।
অশ্বথের ছায়া মাথার ওপর,
কৃষ্ণচূড়ার বিছানায় বিন্দু বিন্দু শিশির জমেছে।
একটা পরিকল্পিত জীবন
হঠাৎ ভাবে শূন্যতার উপরে....
তোমায় খুঁজে পাবে নীরবতায়।
এই কয়েকটা বছর- প্রতি বসন্তে
পলাশ ফুল কুড়িয়ে,
সমর্পণ করেছি  তোমার আঙিনায়,
পরিকল্পনাগুলো ভেঙে চুরে গেছে দিনে দিনে।
শুধু নির্ভয়ে দাঁড়িয়েছি একা,বালুকায়,
আমি বুঝেছি,যেখানে সব পথ শেষ হয় তাচ্ছিল্যে,
সেখানে উপেক্ষাই শ্রে‌য়।
তারা আমার সুখের কারণ নয়,
তাই আমার দুখের কারণও নয়।


আমি দাঁড়িয়েছি একা,
নিষ্প্রাণ হাসিটুকুই না হয় থাক ঠোঁটে লেগে,
পরিকল্পনাগুলো যাক ভেঙে চুরে ,
আমি নির্ভয়ে দাঁড়াব একা,
জীবনের শেষ দিন অবধি.......