প্রতিবার ফিরে পুরোনো ঠিকানায়
আসি যখন
দেখি ডাকবাক্সে একটা একটা করে
বহুদিনের জমা থাকা চিঠি।
নীল নীল খামে মোড়া
যত্নে লেখা ভালোবাসা,
শাসন,আগলে রাখার ইচ্ছাদ্যুতি
আমি কাঁদি, হাসি, ভাসি.. স্তব্ধতায়।
আমার আকাশে তখন রামধনু জাগে,সূর্য চন্দ্র বৃত্ত-বাগে
আবার নিই কুড়িয়ে ফেলে যাওয়া মন
পুরোনো ঠিকানায়।
অমনি তখন লতায় ভরা
চার সীমানার উঠোন বেড়া
সিক্ত মাটি , স্নিগ্ধ বাতাস
ভরায় আমায় অনিমেষে
অপার্থিব,অপার ভালবাসায়।