অবিশ্বাসের কথা শুনতে শুনতে
ভাবি আমিও কতটা বিশ্বাসী?
ভালবাসা পেয়েও বিরহ নদীতে
কিসের জন্য রোজ ভাসি?
ঘৃণা ঘৃণা ঘৃণা শুনতে শুনতে
ঘৃণা করি কোনো স্নেহের ছোঁয়াও,
আগুন আমায় পোড়াতে চায়নি
বলি, আগুন তুমি আমায় পোড়াও।
দশের চক্রবূহ্যে ফেঁসে
অকারণে আজ ভূত খুঁজি।
আমি নয় তা, একথা জেনেও
ওথেলো হয়ে রোজ বাঁচি।