ইচ্ছে করে এসব বুঝি
রাজকুমারী হতে ?
হাজার তম যুদ্ধ জিতে
সাম্রাজ্ঞী হতে ?
রূপকথাদের পুকুরপাড়ে
অবাধে ডুব দিতে ?
সেসব তোমার ইচ্ছে হলে
বামদিকেতে দুই পা ফেলে
ডানদিক দিয়ে সোজা চলে যাও !
সেই যেখানে দিঘিরপাড়ে
ছিপ ফেলছে রাজকুমারে...
উল্টে হাঁড়ি, ছিপটি কেড়ে
জোরসে ছুট দাও।
সে তোমাকে করলে ধাওয়া
সিকেয় তুলে কথা কওয়া
ছুটো কিন্তু ! হাওয়ার মতন ।
ধরতে তোমায় পারবে না সে
হারিয়ে ফেলবে একটু এসে,
তুমি দখিন্ মাঠের আল বরাবর
বাঁশবাগানের পিছে
পৌঁছে দিও খবর তোমার
মাছরাঙাদের কাছে।
তাদের একজন রাজা আছে
খয়েরি মুকুট পরা,
আর তুমি হবে তাদের রাজকুমারী;
উপহারও পাবে- একটি নীল পালক।
ফেরার সময় সেইটে দেখিও রাজকুমারে
যদি চায়, দিয়ে দিও
দেওয়ার আগে বলিয়ে নিও
আর যেন না মাছ ধরে,
বারবার তুমি আসবে না-  দিঘিপাড়ে ।