"""
যাবি মানে?
তোর সংসারে এত সুখ ,
সব ছেড়ে দিয়ে তুই কোন পাড়া যাবি?
হার না মানার গল্প বলে বলে আজ হেরে পালাবি।
খটখটে রোদ্দুর, ঝিমঝিমে বরষা, মিঠেল শরৎ মেঘ,  
আনমনা হেমন্ত, ঠকঠকে শীত, আর অভিনব বসন্ত।
মাঝামাঝি একটা সত্তা বলে যায় তুই প্রকৃতি,
তোর যাওয়া চলে না।


কিরে হাসছিস?
মরুভূমির প্রান্তরে দাঁড় করালেই বড্ড হাসি তোর ?
নয় ?
নয় তো কিসের এত চিৎকার?
ভাঙা ভাঙা কনকনে অভিশাপ!
কি ? প্রতিধ্বনি?


আমারই ? এতদিনকার হাসি ঠাট্টা বহু তীর ঘুরে,  
ধাক্কা খেয়ে পাহাড়ে পাহাড়ে
আমারই কাছে ফিরেছে।

কিন্তু আমি তোকে চিরকাল ভালোবেসেছি; বাসিনি?
ভালোবাসলেই হয় না শুধু ?
কি করতাম?


কি? ভালোবাসায় শাসন চলে , অত্যাচার নয়।


আমি জানি;
কিন্তু আমি তোর প্রতি কোনও অন্যায় করিনি,
কি? আমার স্বজাতি করেছে ।
তার দায়ও আমার?


তুই অন্যত্র চলে যাবি?
কোথায় ?


আর আমি যদি চোখ রাঙিয়ে থামাই তোকে !


বলি, থাম! তোর যাওয়া হবেনা , হবেনা মানে হবে না, তখন?


"""
তখন,


আবারও আমার প্রতিধ্বনি আমাকে উপহাস করে যাবে ।


## প্রকৃতি বিষয়ক....