বিষ ঝরে যায় ফণার থেকে
অবিরত দৃশ্যপাতে,
কঠোর কতো হৃদয় আমার
করছি উপেক্ষা!


দাবানলে ছুটছে আগুন
শহর শেষের শহর ঘরে,
আর আমি,ভিজছি বরিষণে।


কাজের দিনের বাজল ভোঁ,
বিভাব অভাব ঘুচবে গো
আমি রাজার আসন খুঁজি!


জীবন-মৃত্যু কখন কি হায়;
সৃষ্টি যখন হয় সে লয়
শীতের নিঝুম রাতে-
করছি উপেক্ষা...আমি নীলকন্ঠী।


ওগো দারুণ ঝড়,
তিক্ত বিধূর,অন্ধ বিমূর জানালাগুলো
দাও উড়িয়ে.....
আমি সমুদ্রেরও বালুতটে মুক্ত কুড়া‌য়ে ফিরি।
চাঁদেরও মহাআলয়ে শিখনী রচনা করি..


ওই আবার আসে ধেয়ে ..
বীরদর্পে,সামাজিক জীব,
চলে যেতে হবে বুঝি!
দাও তবে উত্তরখানা এখনি,
তোমার ও কলঙ্কদাগে অপরাধী নও কেন তুমি?