নিকষ অন্ধকারে,যার পর না়ই অঙ্গীকারে চাঁদ জোছনা আমায় গেল বলে
অগাধ বারি জমছে দেখ সারাটা আকাশ জুড়ে,


সেই তো তার ছটফটিয়ে উড়তে চাওয়ার বাহানা,


এদিকে কোন প্রাচীন কলি হাও‌য়ার তালে দোলে,
বিপ্রতীপ দুঃখ সুখ রঙিন খামে মোড়ে
ঝড়ের পূর্বাভাস,ইচ্ছে হল বেরিয়ে পড়ি ঝোড়ো হাওয়ার টানে।


সহসাই এক বিদ্যুতের ঝলক
এক মুহূর্তে পরিচয় ঘটে গেল
আমার আমিটার সঙ্গে?
‌সে হারিয়ে গেল ,অসীম নভোনীলে
অন্যকোনো মেঘে ,
অন্যকোনো ঠিকানায়।


সব অতীত তুমি ,আমি ,এই পৃথিবীকে
খসে পড়া তারার মতো
বুকের মাঝখানটাতে যত্ন করে রেখেছি;
ছায়াপথ গড়ব বলে,
আর আমি হব তার নীহারিকা......