আপন,
শব্দটা বড় আপেক্ষিক, না?
আমার কাছে যারা আপন
তাদের কাছে হয়তো অন্য কেউ।
দিনান্তের শেষ আলো নেভার আগে আমি যাদের খুশি দেখতে চাই
তারা হয়তো অন্য কাউকে।
তারাও নিঃস্বার্থ , নিঃস্বার্থ আমিও।
শুধু নিঃস্বার্থতা মিলতে পারেনি কোনোখানে
নদীগুলো যে যার মত বয়ে গেছে
কেউ কূল খুঁজে পাইনি।


-------------------------------

তোমার আঙিনা থেকে ফিরতে হয়না কাউকেই
আমিও ফিরিনি,
আমার এক জন্মের কাঙ্খিত ইচ্ছে দিয়ে সাজাতাম তোমায়।
জানি, আমার জন্য তুমি নয়
তোমার জন্য আমি...


-----------------------

কত আর অভিনয়
কত আর ব্যথা , পরাজয়
কত অনিদ্র রাত্রির পরে ঘুম আসে চোখে
আর চাইনা ব্যথিত করতে তোমাকে।
ঘুম দাও;


-------------------------


থাক তবে এ জীবন
না বলার যণ্ত্রণা মুক্ত হোক
দায় মুক্ত হোক
মুক্ত হোক  আমার এক জন্মের ইচ্ছে‌।
ভালবাসা নিভে যায় ।
কত কিছু ভেসে যায়
কাউকে পারিনা ঠেকাতে
মুছে যাক সব দায়।


-------------------------------------------


তুমি মুক্তি দিও আমায়
মনে করো , হারিয়ে গেল--
যে হারাতে চায় না কোনোদিন।
শুধু সেদিন আমায় ভুলে যেও।
ভুলবে তো?


---------------------------------


মৃত্যুর ওইপারে কি আছে?
তুমিও কি আমার সাথে সহমরণে যাবে ,কবিতা?