ভূতের রাজা বেরিয়েছে
মা কালির খবরাখবর নিতে,
ঐ টুকিটাকি ইচ্ছাপূরণ আর মর্ত্যভ্রমণ।


প্রথম প্যান্ডেলে....


ভূতের রাজা : কি বর চাও আজকে?


মা কালি : একটা sound proof   pandal  
( মডার্ণ)    চাই ,দাদু।


পাশের প্যান্ডেলে


ভূতের রাজা :     কি রে সব ঠিকঠাক    
                         এদিকে?

মা কালি :  আর ঠিক কই ? বিভ্রান্ত
(বোকা)
                সকাল থেকে বলেছে আমায় "
                আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে    
                 মা ", এখন ঐ মিচকে টা মন্ত্র  
                পড়ছে মাইকে ,
                আমি কি কালা নাকি?


তার পাশের প্যান্ডেলে


ভূতের রাজা :    কি রে এত ধোঁয়া কেন?
                     নাক টা গেল জ্বলে,
                      ধূনোর গন্ধ নেই তো কই?
                      ঘি তো ঢালেনি হোমে।


মা কালি :     পুড়ছে বাজি,পুড়ছে প্রকৃতি
(দূরদর্শী)      কষাকষি, রেষারেষি  এতেই
                  নাকি মজা,
                 মানুষগুলো বুঝুক এবার -
                 এই একটু একটু ধোঁয়ার কণায়
                  কি হতে পারে সাজা।