তোমার মত কেউ আসেনি ছুটে
বৃষ্টি ভেজা মেঘের দুপুর রাতে,
খেলার ছলে অসাবধানে
পড়েছি যখন মুখের পানে,
বাড়ানো ঐ হাতের তলে
উঠে দাঁড়ানোর স্বপ্ন।
কে বল নিয়ম করে
একমুঠো ভাত আড়াল করে
ছুটত পিছুপিছু।
চোখের জলে সাগর নদী
বইত যখন অবাক সুরে
কে আর বল আঙুল দিয়ে
গড়ত বাঁধ চোখের 'পরে।
সেই যে প্রথম রথের দিনে
সাজালে দুই কাজল টিপে
এক সন্ধে কেটে গেল কোলে।
তারপর আর কই,
নিয়মনিধির টানে
বড় হলাম বুঝি,
তাই কি চুপিসাড়ে ?
একটিবারও আমার ভেবে
বললেনাগো কিছুই,
এই তো তুমি হার মেনেছ,
আমাকেও হারিয়ে গেছ,
লড়তাম না-হয় এক জীবন
তোমার কোলের তরে,
কেন বললেনা কিছু,
কেন বলনা কিছুই তোমরা,
কেন বোঝো না ,
তোমার জীবন শুধু তোমার একার নয়।।