আজ থেকে নয় জন্ম থেকে,


হাজার আলোর মধ্যিখানে আমার যেন ঘুম ঘুম পায় বড্ড বেশী ।
চোখ বুজিয়ে চলি দু দশ দিন
আরাম আরাম লাগে ।


চারদিকে গান, সুনামি যেন
মাথা ঝিমঝিম করে,


তবু,


আমার কিছ্ছু বলার নেই
উৎসব বলে কথা।


দুনিয়া শুধ্ধু লোকের এত খুশি ।


এই ক'দিনে বুঝতে পারি


পৃথিবীর আর যত শোক বাহুল্য সবই


যে মরে যাচ্ছে , সে যাক


সে তো যাবেই নিরুদ্দেশে !


তাই বলে কী ঘাটতি থাকে এত প্রাণের খুশির রেশে ?