চৌকাঠ আর দুটি থালার সংসার,
সূচনাটা এমনই হয়েছিলো।
তারপর নানা ঘাত প্রতিঘাত,
সামলে নিলে, ধীরে ধীরে যৌথ হলো।
খোকন জমেছে টিভিতে।
ছোট্ট খুকী সিঁড়ির ধাপে,
কে জানে কোন মহিমায় চাঁদ দেখলেই খুশি হত।
এরা ছাড়া সবাই বড়ো,
দুচারজনে মগ্ন দাবায়,
বাকিরা, ব্যস্ত যে যার নিজের কাজে।
এটুক গল্প, ভালোই সব
যেমনটা হয়।
দরজায় টোকা অন্ধকারের
দুঃসংবাদ আসে
একটা সন্ধ্যা ধুঁকছে ওপাশে
এক হঠাৎ বিষাদপাশে
আর গল্পটা এলোমেলো ....
সম্পূর্ণ এলোমেলো ....