তোমার আমার প্রেম,
বিছানাতেই শেষ হয়ে যাক,
বিশাল পৃথিবীর প্রয়োজন নেই।
গাছপালা, ফুলফল, নদীজল বিষণ্ণ সব,
তুলতুলে বিছানা বিলাস মাত্র!
জোছনা, অমাবস্যা এইসব অপ্রতুলতা
শরীরকে ক্লান্ত করে না কখনো।
কখনো ভালবাসা হৃদয় ছুঁয়ে ধ্বকধ্বক করে,
জলমেঘে ছাওয়া আকাশকে বিলিয়ে দেই না নীল!
পবিত্র কামুকের মত,
সাদা বিছানায় রক্ত খুঁজবো না আমি।
তোমার গায়ের ঘ্রাণ,
পদতলে পড়া নীল অপরাজিতার মতো,
বিছানায় মিশে যাক।
শক্ত, বিবষ বিছানায়!
হৃদয়ের যত গ্লানি,
আমরা ও আমাদের কুকুর হৃদয়,
জড়াজড়ি করে প্রেম শেষ করে দিব।
দীর্ঘশ্বাসে ভরে যাবে বাতাস!
তুমি এবং তোমরা, আমার শরীরের,
জল ফুল পাতা সব নিংড়ে নাও,
নিংড়ে নাও প্রেম।
অতঃপর আমার ঘুম প্রয়োজন,
দুজনা দুদিকে,
ঐ সে শক্ত বিবষ বিছানায়,
যে আমাদের প্রেম কেড়ে নেয়,
কেড়ে নেয় নক্ষত্রের আদ্রর্তা!