না মাধবী,
ভোর হয়নি।
অথবা হয়েছে হয়ত ভোর!
তবু বেরোব না আজ।
বিছানায় শুয়ে কাটাব,
আমার আলস্যতম দিন।
তোমায় জড়িয়ে
মধ্যবিত্ত কাঁথায়,
বৃহৎ ভালবাসার স্বপ্ন দেখব।
তোমার চুল - ময়দানের ঘাস
ডুবে যাব, মুখে ও মুখোশে।
নাক ও নাকের প্রাচীরে,
চেটে দিব লাল সিঁদুর।
গাঢ় ঘামের ঘ্রাণে,
গ্রীবায় দিব জল টোকা।
ঠোঁটে ঠোঁট আলতো চেপে
বলব " ভালবাসি! "
মরু ও মরুদ্যানের মত
তুমি আর আমি,
আজ দিনভর শুয়ে রব - পাশাপািশ।