বাঁচার আকুতি
হৃদয়


আমি মরার জন্য নয়, বাচাঁর জন্য লিখি৷
আমি খাঁচার জন্য নয়, আকাশের উড়ন্ত পাখি।


জ্ঞানী, গুনিজন যারা খোদার অবতার।
আমি আমার মতো এ ধরায়, বিশ্ব মানবতার।


পথে -প্রান্তে  চলার সময় একটু থমকে দাঁড়াই,
দু-এক খানা সিকি-পয়সা বিলিতে মনে চায়।


হায় রে! লুটেরাজ।
সব নিয়ে নিলি?  রেখে যেতে চাইলেই, রেখে যেতে পারতি
না হয়ে এত ধনরাজ।