বেকার


শুনেছো কি কখনো
বেকারের আহাজারি?
চাকরি টা পেয়ে গেলে
পেয়ে যাবে রসের হাঁড়ি।


এই স্বপ্ন নিয়ে  বেকারের
রাত কাটে।
স্বপ্নের রাজা বটে,
বাস্তবে রাস্তায় হাঁটে।
মাঝে মাঝে চাকরির জন্য
কাগজ পত্রের ফাইলটা ঘাঁটে।


অভাবী সংসারের ভার যখন মাথায় হাঁটে।
ডিগ্রি টা শেষের আগেই
যায় সে চাকরির মাঠে।
চাকরির বাজারে দরদামে কষাকষি।
কাকে দিবে না, কাকে দিবে
এ নিয়ে রেষারেষি।


যে জাতি রক্ত দিলো ইংরেজি নয়
বাংলার জন্য।
সে জাতির চাকরি নাই,
দক্ষতা নয় ভাষার জন্য।


Hridoy Bhuiyan
BAF Shaheen College Chittagong