শ্যামলতা, শেষ কবে যে পা রেখেছিলে
বুকের জমিনে
দিনক্ষণ ঠিক মনে নেই-
শুধু ধূলোমাখা পথে ফেলে যাওয়া পদচিহ্ন
আজো অক্ষত রয়ে গেছে।
বিদায়ের পদধ্বনি স্মৃতিকোষে আজো বেজে ওঠে-
শঙ্কের হাহাকার মরমী সুরে।
ভেসে ওঠে তোমার উপাসনালয়ের
মত নিষ্কন্টক চোখজোড়া-
আর শালিকের ঠোঁটের মত ভ্রু দ্বয়।