হৃদয়ের নির্জন সিনেগগে
নিত্য তোমার যাওয়া আসা—
তবুও না পাই দেখতে নয়নে;
আজন্ম রয়ে গেলে অদেখা।


এই আদেখলে আঁখি, মুদিলে দেখি
বেমালুম ঊর্ণাজাল—
দ্বীপহীন মোর বদ্ধ গেহখানি
আঁধারে উত্তাল।
আঁধার ঘরেই তোমার বসত
ওরে সাঁই মহাগুণী—
লীলা তোমার অন্ধকারেই;
নৈঃশব্দের  আঁধার মাঝে
তোমার পদধ্বনি শুনি।


অলীক গহীনে দিবস-রাতি
সঙ সেজে তুমি রয়েছ বসি,
কি চমৎকার ছলাকলা!
যত বেশি পাও ভক্তি পূজা
তারো বেশি হানো অবহেলা।


কালে কালে কত ভক্তি আরাধনে
স্রষ্টা বেশে বসলে হৃদাসনে-
জানা গেল স্বরুপ উদঘাটনে—
রুপ  তব দেখতে নয়নে
পাগল কত মুনিজনে –
লালন-হাসন-রাধারমণে।


না পেয়ে দর্শন, ব্যাথাতুর মনে
জনম পোহাইল স্বরুপ উদঘাটনে—
পেল যে ধন, তা পরম রতন;
মানব মনে ঈশ্বর মনে
মিশে আছে সঙ্গোপনে !!
জানা গেল স্বরুপ উদঘাটনে।


মানব সুরতে মিশায়ে রুপ
ঝলক দেয় অপরুপ;
বেঁচে  রয় জনমে-তিরোধানে
জানা গেল স্বরুপ উদঘাটনে।