এ বুকের প্রসিত জমিনে তোমার বেড়ে ওঠা-
একটি নব প্রজাতির উত্থান ও বিলুপ্তির
এক খন্ড ইতিহাসের মত।
প্রথম যেদিন আমার ভেতরে
তোমার পরাগায়ন ঘটেছিল;
আমি টেরই পাইনি !
কেবল নিজেকে হারিয়ে ফেলেছিলাম
এক কল্পিত বৈকুন্ঠে;
চেতনা ও নারীর দুর্নিবার
সঙ্গম-সুখের স্বর্গীয় সুধায়
এক অব্যাক্ত সম্মোহনে—
পূর্ণতার পবিত্র স্নান শেষে
বুকের ফুল তার পাঁপড়ি গুটিয়ে নিল
তৃপ্তিভারে;
সমস্ত শরীর সুধাটুকু আঁকড়ে
রাখতে চায় যেন চিরতরে।
তারপর বুকের ফুলে গর্ভ হল,
সেখান থেকে বীজ।
বুকের মাটিতে ঝরে পরা।
বপন।
সেচন।
বর্ষণ।
একদিন ঘোর ঊষায় আধো ঘুমঘোরে
বিস্মৃতির চোখ মেলে হতবাক বিভ্রম—
বুকের জমিনে হঠাৎ
তোমার বিনীত অঙ্কুরোদগম!
অতঃপর ফুল-মুকুল-কুঁড়ি-ফল—
ভালবাসার এলোমেলো প্রস্রবণ।
শেষতক—
গত হল কিছু প্রসুপ্ত কাল;
জেগে দেখি তুমি ঔষুধি!!