মনপাখি, ও মনপাখি—
কেন মিছে শুধু কর ডাকাডাকি ?
বেঁচে থাকায় দেখি না কোন ফল—
বৃথা বয়ে যায় কালের জীবন
এই বুঝি ফুরালো মধুযামিনী
পিপাসু আঁখি ছলছল । ।


যে যারে ফেলে চলে যায়
সে তো ভেঙ্গেই যায় মায়াবেড়ি।
তার লাগি কেন শুধু শুধু কাদি!
ওরে ও অবুঝ পাখি—
আসা-যাওয়া এ যে বিষম চালাকি । ।


একবার ভেবে দেখ ধরাধামে
কিছু কি থাকে প্রেম বিহনে ?
প্রণয়বিনে ভ্রমর কি কভু
বসে ফুলের হৃদাসনে ?


মনপাখি, ও মনপাখি—
কেন মিছে শুধু কর ডাকাডাকি ?
প্রেম দিয়ে যাও, প্রেম দিয়ে যাও
বাকি সব ছেড়ে দাও,
শুধু প্রেম থাক হিসাবরক্ষণে।